অবতক খবর , নিজস্ব প্রতিবেদক, মালদা :-   শুক্রবার কালিয়াচক-১ ব্লকের , কালিয়াচক-২ গ্রামপঞ্চায়েতের থানাপাড়ার , পর পর তিনবারের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধান খুরশেদ আলির অকাল মৃত্যুতে কালিয়াচকে শোকের ছায়া নেমে এসেছে। বয়স হয়েছিল মাত্র 47 বছর। বেশ কয়েকদিন ধরে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তি ছিলেন। এদিন বিকেল নাগাদ মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর কারন করোনা কি জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার পর রিপোর্ট এলেই কারন জানা যাবে । খুরশেদ আলি শুধু পঞ্চায়েত সদস্য ছিলেন না, সমাজে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্নয়নমূলক কাজে সচেষ্ট থাকতেন। শিক্ষা ও সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতেন। এই মৃত্যু খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিভিন্ন দলের নেতারা। বিধায়ক সাবিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, চৌরঙ্গী এলাকার নেতা এনারুল হক, কালিয়াচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, পঞ্চায়েত প্রধান, সহ বিভিন্ন সদস্যরা। স্থানীয় চৌরঙ্গী এলাকার নেতা এনারুল হক বলেন, করোনা কিনা রিপোর্ট এলে জানা যাবে কী কারনে মৃত্যু হল । এদিন মৃত্যুর খবরে বিধায়ক ঈশা খান চৌধুরী , ফোন করে মৃত্যু খবর নেন ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান ।