অবতক খবর :: মোথাবাড়ি ::    ‌লকডাউনের সময় মাস্ক ছাড়া বাইরে নয়। এমনই বার্তা দিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করা হল। একসঙ্গে প্রায় ৪ হাজার মাস্ক বিলি করা হয়। সংশ্লিষ্ট কালিয়াচক-‌২ নম্বর ব্লক ও মোথবাড়ি থানার যৌথ উদ্যোগে মাস্ক বিলির সঙ্গে সঙ্গে লকডাউন নিয়ে সচেনত করা হয়। লকডাউনের সময় বাইরে বেরোলে মাস্ক পরাটা আবশ্যক। তা না হলে বাইরে বেরোনো যাবে না।এমনও অনেকে আছেন, যাঁরা মুখে মাস্ক ব্যবহার করছেন না। রুমাল কিংবা কাপড়ও ব্যবহার করছেন না। রাস্তায় মাস্কহীন মানুষদের ধরে ধরে সচেতন করা হয়। পাশাপাশি মাস্ক বিলি করা হয়।

জানা গেছে, সংশ্লিষ্ট ব্লকের ৯ নং গ্রাম পঞ্চায়েতেই দফায় দফায় মাস্ক বিলি করা হবে। মাস্ক না পরে বেরোলে প্রয়োজনে পুলিশ ব্যবস্থাও নিতে পারে বলে সচেতন করা হয় এলাকাবাসীদের। জানা গেছে, মোথাবাড়ি এলাকার চৌরঙ্গি মোড়ে মঙ্গলবার বিকেলে মাস্ক বিলি করা হয়। হাজির ছিলেন বিডিও সঞ্জয় ঘিষিং, মোথাবাড়ি থানার ওসি বিটুল পাল-‌সহ অন্যান্য আধিকারিকরা।

ওসি বিটুল পাল জানান,‘‌লকডাউনের সময় মাস্ক পরাটা আবশ্যক, মাইকে তা প্রচার করে সচেতন করা হয়। পাশাপাশি আমরা সচেতন করেছি, মাস্ক না হলে রুমাল কিংবা পরিষ্কার কাপড় দিয়ে ফেস কভার বানিয়ে বাইরে বেরোতে হবে।’‌ জানা গেছে, মোথাবাড়ির দক্ষিণ-‌পশ্চিম প্রান্তে রয়েছে গঙ্গা। গঙ্গার অপর প্রান্তে ঝাড়খন্ড রাজ্য। ঝাড়খন্ড হয়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিককে কিংবা ঝাড়খন্ডের বাসিন্দারা মোথবাড়ি এলাকায় আসতে না পারে, তা খতিয়ে দেখছে পুলিশ। আবার জেলার অন্য প্রান্ত থেকে সাদুল্লাপুর না হয়ে কেউ ঢুকতে না পারে, তার নজরদারির জন্য বিরামপুরে নাকা চেকিংও করা হচ্ছে।

বিডিও সঞ্জয় ঘিষিং বলেন, ‘‌কালিয়াচক-‌২ ব্লক জুড়ে আমরা মাস্ক বিলি করবো।মোথাবাড়ি চৌরঙ্গি মোড় থেকে শুরু হল। এরপর বিভিন্ন এলাকায় দফায় দফায় এই কর্মসূচি হচ্ছে