অবতক খবর: ভোট দিয়ে রাজ্যের পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কালীঘাট অভিযানের ডাক দিলেন৷ শুভেন্দু বলেন, ‘কালীঘাটের ইট’ খুলে নিতে হবে বাংলার মানুষকে৷ মাত্র দু’টো রাস্তা আছে বাংলার মানুষের কাছে, সে কথাও বলেন বিরোধী দলনেতা৷
শুভেন্দু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘মানুষের কাছে দু’টো রাস্তা আছে, জনগনের অভ্যুত্থান, চলো কালীঘাট, গুলি করুক, প্রথম ১০-২০ জন মরবে, কিন্তু বাংলা বেঁচে যাবে৷ আমি সেই তালিকায় থাকতে রাজি আছি৷ চলো কালীঘাটের ইটগুলো খুলেনি৷ এছাড়া ৩৫৬ অথবা ৩৫৫ করে নিতে হবে৷ এর কোনও বিকল্প নেই৷ দিল্লির কে কী ভাববে, অন্য কে কী বলবে জানার দরকার নেই৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য মন্ত্রীত্ত্ব ছেড়ে এখানে এসেছি৷ একটা কারণে এখানে এসেছি৷ আমি একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এসেছি৷ যাতে আমার আপলিফমেন্ট হয়, সেটা হচ্ছে বেঙ্গলকে বাঁচানো৷ সেই লক্ষ্যে আমি অবিচল থাকব৷ তার জন্য আমাকে যা করতে হয়, করব৷ পতাকা নিয়ে বা পতাকা ছেড়ে, বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে আমি তাই করব৷’
এর আগে শুভেন্দু সাংবাদিকদের আরও বলেন, ‘আমি বলব সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে৷ বলব সেগুলি ফরেন্সিকে পাঠাতে৷ এ ভাবে ভোট হতে পারে না৷ আমি আদালতের কাছে যাব৷ সেখানে বলব এই গোটা প্রক্রিয়ার সিবিআই তদন্ত করতে হবে৷’
এর পাল্টা দিয়েছে তৃণমূলও৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘আগে থেকেই হেরে যাবেন বলে এসব বলছেন শুভেন্দু অধিকারী৷ ৭০ হাজার বুথের মধ্যে সামান্য কোথাও ঝামেলা হয়েছে৷ সেটা নিয়ে এসব বলার কোনও মানে নেই৷ বিজেপি হেরে যাবে বলে এসব কথা বলছেন শুভেন্দু অধিকারী৷’