অবতক খবর,১২ নভেম্বর,মধ্যমগ্রাম : ফের শহর কলকাতায় ইডির তল্লাশি।দেশে ১৭ টি জায়গায় ও রাজ্যে মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চলছে।
ঝাড়খণ্ডের একটি আদালতে দায়ের হওয়া আর্থিক তছরূপের মামলায় মঙ্গলবার ইডির তল্লাশি এই রাজ্যে বলে যানা যাচ্ছে।
বাংলাদেশী অনুপ্রবেশকারি
এবং হাওয়ালার মাধ্যমে দেশ-বিদেশে টাকা পাচার করা হতো।মধ্যমগ্রামে এইমুহুর্তে স্যাফায়ার আবাসনে পিঙ্কি বসুর আবাসনে তল্লাশি চলছে,তার সাথে শ্যাম ওরফে অভিজিৎ বসু বাড়িতেও তল্লাশি চালানো হয়,শ্যামের বাড়িতে প্রথনে অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে আসা হয় স্যাফায়ার আবাসনে।পিঙ্কির সাথে শ্যামের স্বামী স্ত্রী সম্পর্ক থাকলে বর্তমানে সম্পর্ক বিচ্ছেদ আছে বলেও যানা যাচ্ছে। কালো টাকাকে সাদা করা হতো।
শহর কলকাতাতেও বেশ কয়েকজনের হদিশ পাওয়া গিয়েছে, যারা এই আর্থিক তছরূপ কাণ্ডের সঙ্গে জড়িত। তাদের একাধিক ঠিকানায় একযোগে ইডি তল্লাশি চালাচ্ছে। এরমধ্যে আপাতত ব্যারাকপুর, মুড়াগাছা বোর্ডঘরে, বিরাটি এবং মধ্যমগ্রামের ৩ টি ঠিকানার কথা জানা যাচ্ছে।
পিংকি বসু নামে এই মহিলার মধ্যমগ্রাম বঙ্কিম পল্লী এর ফ্লাটে ইডির হানা চলছে এই মুহুর্তে ।