অবতক খবর,নিজস্ব সংবাদদাতা,২৬ জুলাই :: আগেও বারং -বার আমরা দেখেছি ও শুনেছি প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসতে। শিক্ষক অর্থাৎ যার উপর গুরু দায়িত্ব থাকে নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়ার ,সেখানে তাঁর নিজেরই সঠিক শিক্ষার অভাব। সেরকমই অভিযোগ উঠলো কাস্টডাঙ্গা তারক দাস বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উল্লেখ্য ,মুর্শিয়া রহমান মন্ডলের ছেলে সাজিত মন্ডল তাদেরই এলাকার কাস্টডাঙ্গা তারক দাস বিদ্যাপীঠ এর ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
সাজিত মন্ডলের বাড়ির লোকের অভিযোগ তাদের সন্তান গতকাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর ,তারা তাদের সন্তানের শরীরে ভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পায়। বহু জিজ্ঞাসাবাদের পর তারা তাদের সন্তানের থেকে জানতে পারেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনা দোষে সাজিতকে মারধর করেন, এমনকি মারতে মারতে চারটি বেতও ভেঙে যায় তবুও মার্ থামায় না এমনটাই জানাযায় সাজিত মন্ডলের বাড়ির লোকের থেকে।
সাজিতকে ডাক্তার দেখানো হলে ডাক্তার পরামর্শ দেন পুলিশ প্রশাসনের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে, এমনটাই জানাযায় সাজিতের মারফত। এবিষয়ে সাংবাদিকরা কাস্টডাঙ্গা তারক দাস বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষকের সাথে দেখা করতে চাইলে , দেখা করা তো দূরের কথা কোনো রকম সহযোগিতাও করেন না প্রধান শিক্ষক।