অবতক খবর,৩০ জুনঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা পরিষদের নগরউখড়া১, কাস্টডাঙ্গা ১, ও কাস্টডাঙ্গা ২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গণেশ মণ্ডল জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এলাকায় খুব জনপ্রিয় ও পঞ্চায়েতের প্রধান হিসাবের দিক থেকেও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
সাধারণ মানুষের জন্য সব সময় আবেগ ছিল তার পাশে দাঁড়ানো এবং কিছু করে তাদের মুখে হাসি ফোটানো ২০১৮ সাল থেকে ২০২৩ পর্যন্ত এই পাঁচ বছরে অনেক এলাকার ছোট বড় রাস্তা ড্রেন জল নিকাশি ব্যবস্থা পাড়ায় পাড়ায় আলো পাশাপাশি যে কোন সময় অসময়ে এলাকা কিংবা অঞ্চলের কোন মানুষের অসুবিধা সুবিধার কথা জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে সর্ব কাজ ফেলে দিয়ে তিনি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
যদিও এবছর তিনি জেলা পরিষদের আসনে লড়লেও কোথাও যেন একটু হলেও মন খারাপ এলাকার জন্য আরো কিছু কাজ করতে বাকি ছিল,তার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকার কিংবা সারারাত ধরার মানুষ ঠিকভাবে পায় কিনা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও তিনি প্রচার যেমন চালিয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি বর্তমানে সরকারের যে সকল প্রকল্প থেকে এখনো সাধারণ মানুষ পাননি কোন কারণে এখনো তা দেখছেন সরাসরি গণেশ বাবু নিজেই প্রচারের মাধ্যমেও অনেক কিছুই সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি সরকার যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের কাছে এনেছে। সেই কথামাথায় করে মাথায় রেখে উন্নয়নকে সাথে নিয়ে চলতে হবে।
যদিও নির্বাচনের প্রচারের মাধ্যমেই স্থানীয় বিজেপি বিধায়ক ও সাংসদদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি স্থানীয় বিধায়ক অসীম সরকার শুধু এলাকায় এলাকায় পারলে গান গেয়ে বেড়ায় এ ছাড়া আর কোন কাজ নেই। হরিণঘাটা ব্লকে তিনি দু বছর হয়েছেন জিতেছে। এখন পর্যন্ত কি কাজ করেছেন জনগণের জন্য তা সঠিকভাবে তার কাছে কোন সদুত্তর নেই এমনটাও ক্ষোভ করেন।
তিনি এই নির্বাচনে অনেকটাই আশাবাদী ১০০% জয় লাভ করার জন্য তার পথসভা হোক কিংবা মিছিলের স্বতঃস্ফূর্ত জন প্লাবন বলে দিচ্ছে।