অবতক খবর,১৯ জুলাই: কাঁচরাপাড়ার কেন্দ্রীয় অঞ্চলে অর্থাৎ গান্ধীমোড়ে কবিগুরু রবীন্দ্র পথে মুদিসামগ্ৰী,চা-বিস্কুট,চিড়ে- মুড়ি এইসব দোকানগুলি সকাল ১১টা পর্যন্ত খুলে রাখতে বলা হয়েছে। ‌কিন্তু কিছু দোকানদার প্রশাসনের সেই নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখছেন। ‌তারা কৌশল করছেন এমনই যে, নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন দুধের প্যাকেট ইত্যাদি সামনে রেখে দোকান খোলা রাখছেন। ‌ কিন্তু আসলে দোকানগুলি দুধ বিক্রির দোকান নয়। ‌সেখানে বিস্কুট,পাউরুটি, চানাচুর এসব সামগ্রী বিক্রি হয়।

পাশাপাশি অন্যান্য দোকানিদের অভিযোগ, আমরা প্রশাসনিক নির্দেশকে মান্যতা দিচ্ছি, আমরাও একই সামগ্রী বিক্রি করি। কিন্তু কয়েকটি দোকানে সেই নিয়ম নীতিকে মান্যতা দিচ্ছে না কেন? তারা এত জোর বা সাহস পাচ্ছেন কোত্থেকে?

সূত্রের খবর, অভিযুক্ত দোকানদারদের এই নির্দেশের কথা জানালে তারা বলছেন যে তাদের পুলিশের সঙ্গে যোগাযোগ আছে। শাসক দলের সঙ্গে যোগাযোগ আছে। ‌এমন ভয় দেখাচ্ছেন।‌ অর্থাৎ পুলিশ এবং শাসকশ্রেণীর সঙ্গে যোগাযোগ থাকলে যা ইচ্ছে তাই করা যাবে, সরকারি নির্দেশ বা প্রশাসনিক নির্দেশ অমান্য করা যাবে,এটাই কি ওই সমস্ত দোকানদাররা বোঝাতে চাইছেন?