অবতক খবর , পিন্টু প্যাটেল ,পূর্ব বর্ধমান :- কিডনাপে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ এবং যিনি কিডনাপ হন তাঁকেও পুলিশ উদ্ধার করেছে। মালদা ইংলিশ বাজারের এক বেসরকারি হোটেল থেকে। পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি কোম্পানীর এরিয়া ম্যানেজার সুজিত কুমার চক্রবর্তী গত ২৭ তারিখ সন্ধ্যের দিকে কিডনাপ হন। তারপর ওই বেসরকারি কোম্পানীর এক আধিকারিকের কাছে মুক্তিপন চেয়ে ফোন আসে। সঙ্গে সঙ্গে ওই কোম্পানীর তরফে বর্ধমান থানার পুলিশকে জানায় ও অভিযোগ দায়ের করে। তারপর পুলিশ তদন্তে নেমে ফোনকলের সূত্র ধরে মালদা জেলার ইংলিশবাজারের একটি হোটেল থেকে কিডনাপ হওয়া ব্যাক্তিকে বর্ধমান থানা পুলিশ উদ্ধার করে এবং পূর্ববর্ধমান জেলা পুলিশকে যথেষ্ট সহযোগিতা করেছেন মালদা জেলা পুলিশ আর সেখান থেকেই চার জনকে পুলিশ গ্রেপ্তার করে। পুর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায় জানিয়েছেন, “২৭ তারিখ সন্ধ্যের দিকে সুজিত কুমার চক্রবর্তী নামে ওই ব্যাক্তি কিডনাপ হন। অভিযোগ পাওয়ার পরই ২৪ ঘন্টার মধ্যে মালদা জেলার ইংলিশবাজারের একটি হোটেল থেকে সুজিতবাবুকে উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত চারজনের মধ্যে দুজনের বাড়ি মালদা জেলার পুকুরিয়া থানা এলাকায় বাড়ি এবং বাকি দুজনের ওই জেলারই মানিকচক এলাকায় বাড়ি। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হবে। কিডনাপ হওয়া ব্যাক্তি কর্মসূত্রে গোদা এলাকায় থাকতেন। ওই ব্যাক্তির বাড়ি হুগলী জেলার মানকুন্ডু এলাকায়। ঘটনার তদন্ত চলছে। “ পুলিশ সূত্রে খবর ওই বেসরকারি কোম্পানীর একটি অফিস বর্ধমান শহরের রেনেসাঁ এলাকায় রয়েছে। সেখান থেকে প্রতিদিনকার মতো ২৭ তারিখে সুজিতবাবু গাড়ি করে বর্ধমানের গোদা এলাকায় যেখানে থাকেন সেখানেই ফিরছিলেন। সুজিতবাবুর ফোনে একটি পরিচিতর ফোন আসায় তিনি শহরের নবাবহাটে নেমে কোম্পানীর গাড়ি ছেড়ে দিয়ে অপেক্ষা করছিলেন। তারপরই তিনি কিডনাপ হয়ে যান।