অবতক খবর, দেবাশিস মালিক, কুলপি:- শুক্রবার দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের সমষ্টি উন্নয়ন অফিসের সামনে থেকে হাঁড়ি, কড়া বিলিবন্টন কে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে ।পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে পুলিশ । প্রতিবেদন পাঠানো পর্যন্ত খবর এখনো কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে কুল্পি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিস এর সামনে । পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, কুল্পি ব্লক সমষ্টি উন্নয়ন অফিসে এক হাজার হাড়ি কড়া আসে। বৃহস্পতিবার ২০০হাঁড়ি, কড়া বিলি হয় ।শুক্রবার সকালে কুল্পি ব্লক সমষ্টি উন্নয়ন অফিসের সামনে থেকে হাঁড়ি কড়াবিলি হচ্ছে শুনে হাজার হাজার মানুষ জড়ো হয়। কুল্পি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস সামনে । পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ । এদিকে কংগ্রেস সিপিএম বিজেপি তারাও বিডিও অফিসের সামনে এসে আন্দোলন শুরু করে বলে জানা গেছে । পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন শেষ পর্যন্ত কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার ।
কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার সাংবাদিকদের জানান,হাঁড়ি কড়া বিলির কুপন কংগ্রেস নেতা কৃত্তিবাস সরদার সিপিম নেতা সমীর সমীর সরদার হাতে কুপন তুলে দেওয়া হয়েছে । ওরাই বিলি বন্টন করছেন । বিজেপি আজকে কুপন নেই নি । আগামী কাল কুপন নেবে । এই সম্পর্কে কংগ্রেস নেতা কৃত্তিবাস সরদার অভিযোগ করে বলেন, আমরা যখন জানতে পেরেছি সব বিলি হচ্ছে তখন গিয়ে দেখি কয়েক হাজার লোক । ওরা সব বেছে বেছে তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিতো । আমরা তা করতে দেয়নি l সিপিএম নেতা সমীর সরদার বলেন, ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ইচ্ছাকৃতভাবে এই নোংরা খেলায় নেমেছে । সর্বদলীয় বৈঠক না করে এইসব বিলিবন্টন করছেন এটা অনৈতিক । এই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর একবিন্দু এখানে থাকা উচিত নয় । কেন সর্বদলীয় বৈঠক করতে উনি ভয় পাচ্ছেন । শাসকদলের সম্মান নষ্ট করে দিয়ে যাচ্ছেন । অপদার্থ বিডিও এখানে থাকা উচিত নয় । আগামী দিনে আরো বড় ধরা আন্দোলন শুরু করব ।