আবতক খবর, নিশ্চিন্ত পুর: এখন সব জায়গায় সিভিকদের দাদাগিরিতে , পুলিশমহলের এক অংশ তিতি বিরক্ত। কিন্তু পুলিশের কিছু কর্তাদের হাত ওদের মাথায় থাকার দরুন আজকাল এরকম ঘটনা সর্বত্র দেখা দিচ্ছে। ১১৭নম্বর জাতীয় সড়কের আশেপাশে পূর্ত দপ্তর জায়গা দখল করে ঘর বাঁধানো থেকে শুরু করে পথ দুর্ঘটনা, মৃত্যু সবকিছু আপোষ মীমাংসায় সিদ্ধান্ত নিচ্ছেন , কুলপি থানার স্পেশাল সিভিক ভলেন্টিয়ার পুলিশ। এমনি অভিযোগ এসেছে আমাদের দপ্তরে l কুলপি থানার পদস্থ আধিকারিকরা কোন টের পাচ্ছেন না l থানা সূত্রে প্রাপ্ত খবর, কুলপি নিশ্চিন্ত পুর এলাকার সিভিক বিজয় প্রামানিক ঐ সব ঘর বাঁধানোর মিডল মেন হিসাবে কাজ করছে বলে অভিযোগ।
কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদার খোদ কুলপি পূর্বতন ওসির কাছে জানতে চেয়েছিলেন বিজয় কি কুলপি থানার স্টাফ? কোনো উত্তর দিতে পারেনি l তারপর ওসি বদলি । কিন্তু মাস্টার মাইন্ড স্পেশাল সিভিক ভলেন্টিয়ার দিব্যি দাদাগিরি করে যাচ্ছেন বলে , নিশ্চিন্ত পুর বাজার ব্যবসায়ী সমিতির দাবী l থানা সূত্রে খবর, স্পেশাল সিভিক ভলেন্টিয়ার ডিউটি শুধু মাত্র রাতে , দিনে ডিউটি কম l স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, রাতেই অবৈধ কাজ কর্ম চলে নিশ্চিন্ত পুর, রাঙ্গাফলা, ভগবানপুর এলাকায় l প্রতিদিন রাতে স্পেশাল সিভিক ভলেন্টিয়ার সাথে বৈঠক চলে নিশ্চিন্ত পুর রেল লাইনের পাশে কালী মন্দির এলাকা ও রাঙ্গাফলায় । সুন্দরবন পুলিশ জেলার কাছে এই চাঞ্চল্য কর তথ্য এসেছে । সুন্দরবন পুলিশ জেলার এক আধিকারিক দাবী করছেন, স্পেশাল সিভিক ভলেন্টিয়ার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম ব্যবহার করছেন l খোঁজাখুঁজি চলছে ঐ স্পেশাল সিভিক ভলেন্টিয়ার পুলিশের l শুধুই ও একা নয়, নিশ্চিন্তপুর-বেলপুকুর এলাকায় সে একটা চক্র বানিয়ে ফেলেছে । বেলপুকুর এলাকায় গাঁজার ঠেক চলে সন্ধ্যা থেকে । কুলপি থানার আর টি গাড়ি গেলে সরে যায় l সবকিছু হন্নে হয়ে খোঁজ চালাচ্ছে পুলিশের পদস্থ কর্তারা ।