অবতক খবর,৩১ আগস্ট,বাঁকুড়া:- কুলুপুকুর জঙ্গলে উদ্ধার হল নীলগাই, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নীলগাই দেখতে ভিড় গ্রামবাসীদের।
মঙ্গলবার দুপুরে বাঁকাদহ রেঞ্জের কুলুপুকুরের জঙ্গলে একটি নীল গাই উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এদিন কুলুপুরের কাছে চোরকুন্দার এলাকায় স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে একটি জংলী গাই দেখতে পান।
সিং বিহীন ওই গাই দেশি গাভীর মতো দেখতে হলেও ঘাড়ে ঘোড়ার মতো কেশর রয়েছে। স্থানীয়রা প্রথমে সেটি ঘোড়া বলে মনে করে।
পড়ে খবর পেয়ে বনকর্মীরা তাড়া করে গাইটি ধরেন। সেটি জয়পুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় চিড়িয়াখানায় রাখার জন্য পাঠানো হয় জয়পুর বনদপ্তরের পক্ষ থেকে।