অবতক খবর , জলপাইগুড়ি, ১৪ আগস্ট :     রাস্তায় কুড়িয়ে পাওয়া সোনার গহনা আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে বাড়ি বাড়ি ঘুরলেন এক মশলা ব্যবসায়ী। দীর্ঘক্ষন খুঁজে মালিককে না পেয়ে বাধ্য হয়ে সংবাদমাধ্যমের দারস্থ হলেন স্বস্তি মন্ডল। এতেই প্রমাণ হয় ভালো মানুষ এই শহর থেকে শেষ হয়ে যায়নি।

জলপাইগুড়ি বাবুপাড়া এলাকা দিয়ে নিজের মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলেন জলপাইগুড়ি ২নং ওয়ার্ডের রবিন্দ্রনগরের বাসিন্দা স্বস্তি মন্ডল। স্বস্তি বাবু দেখেন রাস্তায় ধারে একটি ব্যাগ পরে আছে ও পাশে একটি ছেলে দাঁড়িয়ে ব্যাগটিকে দেখছে। স্বস্তিবাবু নিজেই তার মোটরসাইকেল থেকে নেমে ব্যাগটি হাতে নিয়ে দেখেন ব্যাগটিতে দুটি সোনার চুরি ও একটি সোনার পাত রয়েছে। ব্যাগটি নিয়ে আশপাশের সমস্ত বাড়ি বাড়িতে দেখান যে এই ব্যাগটি তাদের কারো কিনা। অনেক খোঁজ করার পরেও এই সোনার গহনার মালিককে না পেয়ে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দারস্থ হন স্বস্তি মন্ডল।

তিনি এই চুড়ি ও সোনার পাতটি তার সঠিক মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রয়োজনে তিনি পুলিশের দারস্থ হবে বলে জানিয়েছেন।