অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার ভারতীয় জনতা কিষাণ মোর্চা ডাকে ঐতিহাসিক কৃষি আইন এর সমর্থনে বহরমপুর গ্র্যান্ড হলে একটি নাগরিক সভা  রাজনৈতিক দল এবং এক মাসের ওপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কিসান আন্দোলন করছে এই বিল বাতিলের দাবিতে।

উপস্থিত ছিলেন শ্রী শমীক ভট্টাচার্য মুখপাত্র রাজ্য বিজেপি গৌরী শংকর ঘোষ সরকার যাদবেন্দ্র পান্ডে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনতা কিষাণ মোর্চা সদস্যরা উপস্থিত হয়।