অবতক খবর,১৯ জুলাই,মলয় দে,নদিয়া: পশ্চিমবঙ্গের তিনটি বিদ্যালয়ের পতাকা উড়লো হিমাচলের রামজ্যাক (৬৩১৮ মিটার) পর্বতে। এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে নদীয়ার কৃষ্ণনগরের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর (MAK) এর ১২ জন সদস্য ৩০শে জুন রওনা দেন রামজ্যাক পর্বতের শিখর জয়ের উদ্দেশ্যে।
১২ জনের মধ্যে ৩ জন রয়েছেন শিক্ষক-শিক্ষিকা। এক জন রুম্পা দাস কুপার্স কলোনি বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা । তিনি প্রথম মহিলা যিনি এই পর্বত শৃঙ্গ প্রথম জয় করলেন।
দুইজন শিক্ষক প্রশান্ত সিংহ, ভূগোল বিষয়ের শিক্ষক,নদিয়ার বামুন পুকুর হাই স্কুল (উঃমা), এবং উত্তর ২৪ পরগনার সুব্রত ঘোষ ইংরেজি বিষয়ের কাপাস হাটি মিলন বীথি হাইস্কুল।
হিমালয়ের লাহুল জেলায় এই রামজ্যাক পর্বত। বসন্ত সিংহরাই জানান, ৪ঠা জুলাই থেকে ট্রেক শুরু করে আমাদের এই পর্বতারোহন দলটি পৌঁছায় চুমিনাকপোতে। সেখানেই বেস ক্যাম্প স্থাপন করা হয়, যার উচ্চতা ৪৬২০ মিটার। তারপর ধাপে ধাপে প্রথম ক্যাম্প ও দ্বিতীয় ক্যাম্পে পৌঁছায় দলটি। ১২ জন সদস্যের মধ্যে ৫জন সদস্য ও ৩ জন শেরপাকে নিয়ে মাউন্ট এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে ১০ই জুলাই ১টার সময় সামিট করার জন্য বেরিয়ে পড়ে দলটি। ছয়জনের দলটির সদস্যরা হলেন বসন্ত সিংহ রায়, প্রশান্ত সিংহ, রুম্পা দাস, অসীম কুমার মন্ডল, সুব্রত ঘোষ ও যুদু দেবনাথ। ভোর ৪.৪৫ মিনিটে শৃঙ্গ জয় করেন।
২০২১ সালেও এই পর্বত সিংহ জয় করার জন্য বেরিয়েছিলেন কিন্তু সেবারে সফল হতে পারেননি কৃষ্ণনগর ম্যাকের সদস্যরা। এবারে শিখর ছুঁয়ে তারা খুবই আনন্দিত।