নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির যৌথ উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিষ্ণুপুরের এসডিও কে ডেপুটেশন দেওয়া হল ।

 

আমফান ঝরে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে , ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় সমস্ত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত দপ্তরের নোটিশ বোর্ডে ঝুলাতে হবে , মহকুমার অন্তর্গত সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর পোস্ট অফিস বাজার যেখানে লোক সমাগম হয় এরকম সকল জায়গা নিয়মিতভাবে জীবাণুমুক্ত করতে হবে এবং পরিচ্ছন্ন রাখার প্রক্রিয়া চালু করতে হবে এবং এক্ষেত্রে ১০০ দিনের কাজের প্রকল্পকে কাজে লাগাতে হবে ।

এই ধরনের পাঁচ দফা দাবি নিয়ে তারা এসডিও অফিসে ডেপুটেশন দিলেন । একটি মিছিল করে এসডিও অফিসের সামনে এসে জামায়াত করা হয় এবং কিছু সময় বিক্ষোভ দেখানোর পর তাদের একটি প্রতিনিধিদল দাবি-দাওয়ার সম্বলিত স্মারকলিপি এসডিওর হাতে তুলে দেন ।