অবতক খবর : সৌভিক দত্ত : জলপাইগুড়ি :     ভোট মিটতেই কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহড়ায় সিল হোলো স্ট্রং রুম। জলপাইগুড়ি জেলার ৫৬ জন প্রার্থীর ভাগ্য বন্দী হয়ে রইলো সেই স্ট্রং রুম গুলিতে। কেমন অবস্থায় কতটা নিরাপত্তায় রয়েছে স্ট্রং রুম গুলি তা ক্ষতিয়ে দেখতে সকাল থেকে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে হাজির হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

কমিশন সুত্রে জানা গেছে জলপাইগুড়ি জেলায় এবার তিনটি স্ট্রং রুম। এরমধ্যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে রয়েছে দুটি স্ট্রং রুম। আর একটি রয়েছে মালবাজার কলেজে।

জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। এখানে রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ,জলপাইগুড়ি সদর ও ধূপগুড়ি এই চারটি বিধানসভার ইভিএম গুলি এবং এই কলেজ ক্যাম্পাসে থাকা নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস যেখানে রয়েছে ময়নাগুড়ি বিধানসভার ইভিএম গুলি।

এছাড়া মালবাজার কলেজে রয়েছে একটি স্ট্রং রুম। যেখানে মাল ও নাগ্রাকাটা এই দুই বিধানসভার ইভিএম গুলি রয়েছে। আর এই সবগুলির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কমিশনের অনুমতি সাপেক্ষে দেখভালের দায়িত্বে থাকতে পারে বলে জানা গেছে।