অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়ির টাউন ষ্টেশনে তৃনমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হল আজ। কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরনের বিরুদ্ধে কর্মসূচি পালন করা হল। কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গাতে রেলকে বেসরকারি করে দিচ্ছে এই প্রতিবাদে শিলিগুড়ির টাউন ষ্টেশনে তৃনমুলের বিক্ষোভ কর্মসূচি পালন করা হল।

আজ ভারতের বিভিন্ন জায়গাতে রেলের বেসরকারিকরনের বিরুদ্ধে তৃনমুলের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজ এই সভাতে তৃনমুলের পক্ষে বক্তব্য রাখেন টাউন ২এর সভাপতি বেদব্রত দত্ত এবং অন্যান্য ব্যক্তিরা। বেদব্রত দত্ত জানান আজ কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাষ্ট্রায়ত্য সংস্থাকে বেসরকারি করে দিচ্ছে। রেল এমন একটি যাতায়াতের পথ যেখান থেকে গরীব বড়লোক সবাই যেতে পারে। সেখানে কেন্দ্রীয় সরকার রেলকে বেসরকারি করে দিয়ে গরীবদের রেলযাত্রা থেকে বঞ্চিত করতে চাইছেন, বেসরকারী করে দিয়ে গরীব এবং বড়লোককে আলাদা করে দিতে চাইছেন কেন্দ্রীয় সরকার তাই আমরা প্রতিবাদে নামছি।

শিলিগুড়ির সাতাশ নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটার প্রশান্ত চক্রবর্তী জানান কেন্দ্রীয় সরকার রেলকে বেসরকারী করে দিয়ে গরীব মানুষের যাতায়াতের পথকে আলাদা করে দিতে চাইছেন।তাই মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিবাদ করতে নেমেছি।কারন রেল যদি বেসরকারি পথে চলে যায় তবে রেল কর্মীদের সুরক্ষা বলতে কিছু থাকবে না। রেলের টিকিটের দামের কোন স্থায়িত্য থাকবে না। তাই আমরা সর্বশক্তি দিয়ে এই বেসরকারি করনকে রোখবার চেষ্টা করবো। এদিন বক্তব্যে রাখেন তৃনমুলের টাউন ২ এর বিভিন্ন নেতৃত্ব।