অবতক খবর,১২ সেপ্টেম্বর: ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার দু’নম্বর জুটমিল লাইনের একটি পরিত্যক্ত ঘরে ব্যাগ ভর্তি বোমার হদিশ পাওয়া পর থেকেই আতঙ্কে ছড়িয়েছে জুটমিল লাইনের বাসিন্দাদের মধ্যে। কে বা কারা ওই ঘরে বোমা মজুত রেখেছিল, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।

এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, তিনসুতিয়া লাইন থেকে শুরু করে আঙলো ইন্ডিয়া ও জে জে আই জুটমিলের ফাঁকা ঘরগুলো দুষ্কৃতীদের আঁতুরঘর হয়ে উঠেছে। ওই ঘরগুলোতে বোমা তৈরি করা হয়। তাঁর আরও অভিযোগ, কয়েকদিন আগে প্রিয়াঙ্গু পান্ডের ওপর যারা হামলা করেছিল।

তাঁরাই ওখানে বোমা মজুত করে রেখেছিল। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করলে বাংলা আগামীদিনে বাংলাদেশে পরিণত হবে।অন্যদিকে ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এটা পুলিশের সাফল্য। তাই বোমা পিস্তল উদ্ধার করা হচ্ছে। বিজেপি দুষ্কৃতীদের আশ্রয় দেয়। তাদের মদতেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়।