অবতক খবর,৩০ অক্টোবরঃ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, আমরা দেখছি পরিকল্পিতভাবে ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্য যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন তারা বিচার ব্যবস্থার উপর তাদের নিজেদের মতো করে পরিচালনা করতে চাইছেন। না হলে কি করে সরকারি দলের তরফ থেকে তাদের নেতা বলতে পারেন যে এবার বিচারকরা কি করবেন? আমরা যদি হতাম তাহলে কপালে ঠেকিয়ে গুলি করতাম অর্থাৎ পরোক্ষে শাসকদল বিচারকদের উপর একটা চাপ সৃষ্টি করছে, পরোক্ষভাবে ভীতি প্রদর্শন করানো হচ্ছে বলে মনে করেন অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন, আজ পশ্চিমবঙ্গে শাসকদলের কাছে কোন মানুষ ন্যায়বিচার পাবেন না, আবার বিরোধীদলের কাছে গিয়ে বললে তাদের কোন ক্ষমতা হবে না ন্যায় পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা। সাধারণ মানুষ এই ন্যয় না পাওয়ার ক্ষেত্রে একমাত্র বিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। অধীর বলেন এই হাইকোর্টের দ্বারস্থ আমরাও হয়েছি গত পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টে আমি ওকালতি করেছিলাম বলে তিনি জানান। তাই বিচারকরা এখনো পর্যন্ত তাদের রায়ের মাধ্যমে মানুষকে সঠিক বিচার দিতে পেরেছেন বলে মানুষ আজ কোর্টের দ্বারস্থ হচ্ছে। তাই শাসকদলের বিচারকদের ভালো লাগছে না রক্ত চক্ষু দেখাও ঘুরিয়ে ফিরিয়ে ভীতি প্রদর্শন করো।

বিচারব্যবস্থাকেও সরকার নিয়ন্ত্রণ করতে চাইছে এইগুলিই তার ছোট ছোট প্রতিফলন, বলেন বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরী।