আজ আসছেন বিশ্বদাদা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সফর খরচ ১২০ কোটি। অতিথি আসছেন আপ্যায়ন হবে খুব, বহুৎ!
কেম ছো ট্রাম্প
তমাল সাহা
বিশ্বদাদা যুদ্ধগোদা
ট্রাম্প আসছে ট্রাম্প।
রাষ্ট্র আমার উল্লম্ফনে
দিচ্ছে হাই জাম্প।
চোলি কে পিছে কি আছে
সবাই তো জানে,
এভাবে দেওয়াল তোলার
হয় কি কোনো মানে?
ওয়াল ভেঙেছে বার্লিনে
চীনের প্রাচীর তো সবাই জানে।
তোমার পাঁচিল আরেক আশ্চর্য
এর পেছনে আছে কোন ঐশ্বর্য!
এদেশের রাষ্ট্রচালক তো চা-অলা
জেসিবি মেশিন দিয়ে
হটাচ্ছে ঠেলা-অলা।
বাতাসে হা-হুতাশ—
রুটিরুজির খোঁজে
সে তো গরীবের মর্ম
নিশ্চিত বোঝে।
দেশজুড়ে দারিদ্র্যের ছবি!
এক প্রান্ত থেকে
আরেক প্রান্তে আঁকা।
এক ফালি কাপড়ে
সর্বাঙ্গ যায় কি ঢাকা?
একটি অঙ্গ ঢাকতে গিয়ে
অন্যটি বেরিয়ে পড়ে—
উপরটি ঢাকতে নিচ
নিচটি ঢাকতে উপর।
হাতে তো মাত্র
এক ফালি কাপড়!
সেটা দেখায় আরো জঘণ্য
ঢাকার কি আছে?
দেশটাই তো পুরো উলঙ্গ!
ট্রাম্পের সফর—
খরচ একশো বিশ কোটি!
কিশোর কবিটি বলেছিল
কোনোদিন, হায়!
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।