অবতক খবর,১১ অক্টোবর,কেশপুর,পশ্চিম মেদিনীপুর: বাংলায় বর্গী আক্রমণের সময়কাল থেকেই হয়ে আসছে কেশপুরের দেব পরিবারে অষ্টদশ বহু মা দুর্গাদেবীর পুজো! কথিত আছে মহিষাশুরের সঙ্গে দুর্গার যুদ্ধের অন্তিম পর্বে, মা দুর্গা ১০ বাহু থেকে ১৮ বাহু রূপ ধারণ করেন। বাংলার মেদিনীপুর তথা গঙ্গার এপারে, একমাত্র কেশপুরের গড়সোনাপেতা গ্রামের দেব পরিবারে ১৮ বাহুর দুর্গার পুজো হয়। দীর্ঘ প্রায়ই ৫০০ বছরেরও আগে থেকেই চলে আসছে এই বনেদী বাড়ির পুজো। রীতি মেনে মহালয়ার আগেই, গীতাষ্টমীর দিন থেকেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। প্রাচীন রীতিনীতি মেনে আজও দেব পরিবারের সদস্যরা পুজোর দিনগুলোতে বাড়ির বাহিরে কোথাও যেতে পারেন না। পাশাপাশি নবমীর দিন বিশেষ সন্ধিক্ষনে পরিবারের পরিবারের কর্তাদের নিয়ে মন্দিরে পুজো হয়।

তিথি মেনে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ছাগ বলিও হয় মায়ের মন্দিরে। দূরদূরান্ত থেকে এখানে মানুষ জন অস্টাদশভূজা দেবীর দর্শন করতে আসেন। প্রাচীনকাল থেকেই এই ঐতিহ্যবাহী মা দুর্গার পুজো আজও দেব পরিবারের কাছে এক বিশেষ আরাধনার!