অবতক খবর ,পশ্চিম মেদিনীপুর :বৃহস্পতিবার রাতে কেশপুরের আনন্দপুরের ঘুচিশোলে স্থানীয় কয়েকজনের হাতে পিটিয়ে খুন হল এক আদিবাসী মহিলা ও জখম হলেন এক বৃদ্ধ। মৃতার নাম মালতী মুর্মু (৫৩)। খবর পেয়ে পরিজনেরা সেখানে পৌছনোর আগেই মহিলার মৃত্যু হয়েছিল। জখম অবস্থায় এক বৃদ্ধকে শালবনির হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পুলিশ আসে।
স্থানীয় সূত্রে জানা যায় ,মৃতা মালতির স্বামী হারাধন মুর্মু বছর দুয়েক আগে মারা যাওয়ার আগে থেকেই প্রতিবেশী সম্পর্কে কাকা চৌষট্টি বছর বয়সী এক বৃদ্ধের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই বৃদ্ধের স্ত্রী ও সন্তানেরাও আছে। ঘনিষ্ঠ সম্পর্কের জন্য মালতী এবং ওই বৃদ্ধকে ‘সতর্ক’ করেছিল স্থানীয় বাসিন্দারা। তা না মানলে বৃহস্পতিবার রাতে এলাকার এক জায়গায় ওই দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়া গেলে স্থানীয় কয়েকজন তাদেরকে তাড়া করে। মালতী এবং ওই বৃদ্ধকে বেধড়ক মারধর শুরু করে । কোনক্রমে ওই বৃদ্ধ ছুটে পালিয়ে যায় গেলেও মারধরের জেরে মালতির মৃত্যু ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘতনার সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে মালতীকে। ময়নাতদন্তের জন্য দেহটি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।