সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার ::       কোচবিহার জেলার বেশ কয়েকটি বড় বড় নদীতে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। তোর্ষা, মানসাই, কালজানি, ধরলা প্রভৃতি নদী এলাকা মরশুমী বর্ষার জলে প্লাবিত। জলমগ্ন এলাকা পরিদর্শনে বেড়িয়েছেন মন্ত্রী, এম এল এ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তি গণ সকলে।

শীতলকুচির মানসাই নদীর প্লাবনে জলমগ্ন নদীর চর এলাকা পরিদর্শনে বেড়িয়েছেন ব্লক প্রশাসন। বিডিও ওয়াঙদি গ্যালপো ভুটিয়া, ওসি কাজল সরকার, ছোটোশালবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান আনোয়ারা বিবি প্রমুখ কর্তাগণ কিছুটা পায়ে হেটে, কিছুটা নৌকা করে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন। প্রশাসনের তরফে বন্যা পীড়িতদের আপদকালীন সহযোগিতা প্রদান করেছেন বলে জানা যায়।