অবতক খবর,সনৎ বর্মন,কোচবিহার: কোচবিহার শহর হোডিং মুক্ত করার জন্য কড়া পদক্ষেপ নিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাতারাতি শহরের সমস্ত হোডিং তুলে দিচ্ছেন তারা। এই বিষয়ে চেয়ারম্যান বলেন যে সমস্ত সংস্থা না এই হোডিং এর দায়িত্ব ছিল তারা পৌরসভাকে টাকা দিচ্ছে না এমনকি তারা যে লাইনগুলো ব্যবহার করছে সেখানে ও পৌরসভার বিদ্যুৎ চুরি করার মত কাজ করছে।
কোচবিহারের এমনই একটি সংস্থা ভাই ভাই আজ এর কাছ থেকে ও অনেকগুলো টাকা পাবে পৌরসভা। তাই সমস্ত সংস্থার হোর্ডিং গুলি খুলে সমস্ত রকম চুক্তি বাতিল করা হলো। যদি ও এই বিষয়ে ভাই ভাই আর্ট এর কর্ণধার গোবিন্দ সাহা বলেন, আমার কাছে ওয়ার কটার রয়েছে। এবং আমি পৌরসভা থেকে টাকা পাই। আর হেরিটেজ এর কারণে হোডিং খোলার সিদ্ধান্ত নিতেই পারে পৌরসভা। তবে আমাদের কে কোনরকম কথাবার্তা না বলে তিনি সমস্ত জিনিস খুলে দিচ্ছেন এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।