অবতক খবর,২২ নভেম্বরঃ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কাঞ্চনপুর জলপাই এলাকার বাসিন্দা বিষ্ণুপদ ঘোড়াই। পেশায় শ্রমিক বিষ্ণুপদ রবিবার সকালে কাজে যাওয়ার সময় গারুঘাটার একটি লটারির দোকান থেকে ১৫০ টাকার লটারির টিকিট কেনেন। হলদিয়ায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন তিনি।
কাজ থেকে ফিরে লটারির দোকানে গিয়ে টিকিট মিলিয়ে তিনি দেখেন, তাঁর টিকিতেই লেগেছে বাম্পার প্রাইজ ১ কোটি টাকা। আনন্দ পেলেও একই সঙ্গে বাড়ে আতঙ্ক। কোনও বিপদ হবে না তো? অগত্যা পরিবারের লোকজন, বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে তিনি সোজা পৌঁছে যান মহিষাদল থানায়। পুলিশকে সবটা বুঝিয়ে বলাতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই জানা গেছে। বিষ্ণুপদ বলেন, ‘কাজ থেকে ফিরে শুনি টিকিটে লেগেছে ১ কোটি টাকা। তাই নিরাপত্তার কথা ভেবে থানায় এসে আশ্রয় নিয়েছি। পুলিশও বলেছে, টিকিট ক্যাশ না হওয়া পর্যন্ত আমাকে সাহায্য করবে ও নিরাপত্তা দেবে।’ রাতটা থানাতেই কাটিয়েছেন তিনি।