অবতক খবর :: শিলিগুড়ি :: ৩০ এপ্রিল :: লকডাউনের ফলে বন্ধ সেলুন,ফলে বিপদে ক্ষৌরকারেরা। কী রেড,কী অরেঞ্জ, কী গ্রীন কোথাও অনুমতি নেই। ফলে নিজের রুচি রোজগার নিয়ে রীতিমত চিন্তায় পড়ে গেছেন সেলুন মালিকেরা।লকডাউন উঠলেও কবে পাওয়া যাবে ছাড় সেটা নিয়েও চিন্তা করছেন তারা।
কারন দোকান খুলে গেলেও জমতে দেওয়া যাবে না মানুষ,আবার দুজন যদি নাই বসে থাকে তবে সেলুন চলবে কি করে ?শিলিগুড়ি শহরে ছোট বড় মিলিয়ে প্রায় দুহাজারের মতো সেলুন আছে। এই দুহাজার সেলুনের উপরে নির্ভর করেন প্রায় পাঁচ হাজারেরও বেশী মানুষ। কাজেই দুশ্চিন্তায় সবাই। কী করে এর সমাধান করা যাবে বুঝতে পারছেন না কেউই যতক্ষণ না পযর্ন্ত কোনও সরকারি নির্দেশকা এসে পৌঁছাচ্ছে।