অবতক খবর, সুজিত , হুগলি :- জেলার কোন্নগরে পথচলতি সাধারণ মানুষকে মিষ্টি খাইয়ে শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন করলেন কোন্নগরের পশ্চিমবঙ্গ পুরকর্মচারী ফেডারেশনের সহসভাপতি তথা কোন্নগর রেল হকার্স ইউনিয়নের সভাপতি অশোক মুখার্জী।এই মুহূর্তে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু তৃণমূল দলের বিধায়ক শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিত্ব সহ সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছে শুভেন্দু অধিকারী।তিনি যে আর তৃণমূল দলে থাকছে না সেটা তার অনুগামীদের কথায় ও সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে অনেকটাই প্রকাশ্যে।
দীর্ঘদিন ধরে তৃণমূলের ব্যানারে আর কোনো অনুষ্ঠান করছেন না শুভেন্দু।সমস্ত অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।বিধানসভা ভোটের আগে তৃণমূল দলের বিরুদ্ধে দলে থেকেই অনেক নেতা দলের বিরুদ্ধে মুখ খুলছে।
এবার সরাসরি কোন্নগরে শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন করে তৃণমূল দলের কার্যত অস্সস্তি বাড়ালেন তৃণমূল দলের প্রবীণ নেতা অশোক মুখার্জী।এদিন শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে প্রথমে নিজের ফেসবুকে শুভেন্দুর সাথে থাকার বার্তা দিয়ে পোস্ট করেন অশোক মুখার্জী।
এরপর কোন্নগর স্টেশন চত্বরে পথচলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করে ধুমধাম করে শুভেন্দু অধিকারীর জন্মদিন পালন করলেন কোন্নগরের প্রবীণ জনপ্রিয় নেতা অশোক মুখার্জী।এই বিষয়ে অশোক মুখার্জী জানান যে শুভেন্দু অধিকারী রাজ্যের একজন জননেতা,দীর্ঘদিন ধরে তিনি শুভেন্দুকে চেনেন তাই তিনি যা করবেন মানুষের ভালোর জন্য করবেন।
তাই আগামীদিনে শুভেন্দু অধিকারীর দেখানো পথই তাদের চলার পথ হবে সেটা পরিষ্কার জানিয়ে দেন অশোক মুখার্জী।এদিন ঘটা করে কোন্নগরে শুভেন্দুর জন্মদিন পালনের ঘটনায় অস্সস্তি বাড়লো তৃণমূল দলের।আগামী দিনে তৃণমূলের এই প্রবীণ নেতা আদৌ তৃণমূল দলে থাকবেন কিনা উঠে গেল প্রশ্নচিহ্ন।