অবতক খবর , সংবাদদাতা, হুগলি :: কোন্নগর পুরসভার উদ্যোগে হয়ে গেল হাতে খড়ি উৎসব।সরস্বতী পুজো কে সামনে রেখে পঞ্চমী তিথিতে রীতি মেনে ছোট্ট ছোট্ট শিশুদের বর্ণপরিচয় ও হাতে খড়ি ব্যবস্থা করেছিল কোন্নগর পৌরসভা।বৃহস্পতিবার কোন্নগর রবীন্দ্রভবনে কয়েকশো ছোট ছোট বাচ্ছার হাতে খড়ি দেওয়া হয় কোন্নগর পুরসভা উদ্যোগে । এই উৎসবকে আরও ব্যাপক আকার দিতে আগে থেকেই প্রচার চালিয়েছে পৌরসভা। তাই বাবা-মায়েরা নিজের ছোট্ট শিশুকে নিয়ে দলে দলে উপস্থিত হয়েছিলেন এই প্রাঙ্গণে।উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল,কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী সহ পুরসভার সমস্ত কাউন্সিলররা।
এলাকার বিধায়ক ও পৌর প্রধান এতে কোনো খামতি রাখেননি ।এদিন বিধায়ক নিজে কোলে বসিয়ে বাচ্ছাদের হাতে খড়ি দেন।পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কোন্নগরের সমস্ত মানুষ।
বিধায়ক ও পুরসভার পুরপ্রধান নিজেই শিশুদের সঙ্গে বসে শিশুসুলভ আচরণে মেতে ওঠেন হাতে খড়ি উৎসবে। উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল জানান এ ধরনের পদক্ষেপ প্রত্যেক পৌরসভাকে নেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।