অবতক খবর, সংবাদদাতা,হাওড়া :: করোনা ভাইরাসের আতঙ্কে হাওড়া কোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল হাওড়া কোর্টের বার এসোসিয়েশন। আগামীকাল থেকে সামনের মাসের ৭তারিখ অব্দি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হাওড়া আদালতের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীরা। ওয়েস্টবেঙ্গল বার কাউন্সিল আগেই ঘোষণা করেছিল রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম বন্ধ রাখা হবে।
হাওড়া আদালতের ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরীর সভাপতি সমীর বসু রায়চৌধুরী জানিয়েছেন তিনটি বার এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তকে মান্যতা দিয়ে তারাও আগামীকাল থেকে আদালতের কাজকর্ম করবেন না। তিনি আরো জানান ইতিমধ্যে ডি জন আইনজীবী করোনার আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন তারা মুখ্য বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন যাতে হাওড়া কোর্ট চত্বর যথাযথভাবে স্যানিটাইজ করা হয়।
যদিও এই মর্মে সিজিএমের তরফে একটি নির্দেশিকা জারি করে জানান হয়েছে বিশেষ ক্ষেত্র ছাড়া শারীরিক উপস্থিতির প্রয়োজন হবে। অনলাইনে সমস্ত ফাইলিং করা হবে। যদিও কোর্ট আগের মতোই চালু থাকবে বলেও এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।