অবতক খবর,২৭ জানুয়ারি: কোভিড বিধি মেনে স্কুল খুলে পঠন পাঠন চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভ ও গণসাক্ষর কর্মসূচি পালিত হলো ইসলামপুরে।
বৃহস্পতিবার অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফে ইসলামপুরের চৌরঙ্গী মোড়ে এই অবস্থান ও গণসাক্ষর আহোরন কর্মসূচির আয়োজন করা হয়।
পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচী চালানো হয়।বিগত দুই বছর ধরে করোনা অতিমারীর জেরে রাজ্যের পাশাপাশি জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ রয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফে হাট, বাজার, খেলা, মেলা, পানশালা সহ বিভিন্ন উৎসব চালু রেখেছে।
কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধংশের মুখে ঠেলে দিয়ে একটি প্রজন্মের পারম্ভিক শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে। তাই সংগঠনের তরফ তরফে কোভিড বিধি মেনে জেলার সমস্ত স্কুল খোলার দাবিতে অবস্থানের পাশাপাশি এই গণসাক্ষর সম্মিলিত দাবিপত্র এইচডি এটিএম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত জমা দেওয়া হবে সংগঠনের তরফে বলে জানাযায়।