অবতক খবর,১১ আগস্ট: আসানসোলের বাসিন্দা বছর ষাটের কৃষ্ণা যাদব। খড়দহ এসেছিলেন সিমেন্টের বস্তা খালি করার জন্য। লরির পাশে শুয়ে ছিলেন, হঠাৎই একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে চলে যায়। আশংকাজনক অবস্থায় তাকে খড়দহ বলরাম স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

কিন্তু কোভিড হাসপাতাল হওয়ায় চিকিৎসকেরা গেটের তালা খুললো না হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের গেটের সামনে দেড় ঘন্টা পরে থেকে মৃত্যু হল কৃষ্ণা যাদবের।
এই ঘটনার পরে হাসপাতালের চিকিৎসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে এলাকার মানুষজন।

ক্ষিপ্ত হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তারা।
ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী।