অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলায় প্রথম করোনা হাসপাতাল করা হয়েছিল বহরমপুর মাতৃসদন হাসপাতাল কে। দেশে যখন করোনার হার বেড়ে চলেছে সেই মুহূর্তেই মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় করোনা হাসপাতাল করা হয়েছিল। তারপর থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে করোনা রোগীদেরকে এইখানে ভর্তি করানো এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত কিছু করা হতো।
https://www.abtakkhabar.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Video-2020-11-25-at-15.11.46-1.3gpp
আজ করোনা হাসপাতাল , বহরমপুর পরিদর্শনে গেলেন স্পেশাল অফিসার গোপাল কৃষ্ণ ঢালী। তিনি সমস্ত কিছু ঘুরে দেখলেন , আগের তুলনায় সিসিইউ ও এইচডি ইউ বেডের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে এবং তিনি মুর্শিদাবাদ কলেজের এম এস ডি পি ও সিনিয়ার ডাক্তারদের নিয়মিত পরিদর্শন করার কথা বলেছেন ।
এছাড়াও জুনিয়র ডাক্তারদের ওপর সবকিছু ছেড়ে না দিয়ে সিনিয়র যারা ডাক্তার আছেন তাদের নিয়মিত পরিদর্শন করার কথাও তিনি বলেন। এইচডিও ইউনিট বাড়ানো হয়েছে। এবং তিনি কোভিড ওডিয়ারদের প্রশংসা করে বলেন , তারা মেডিকেল প্রশিক্ষণ না থাকলেও খুব ভালো কাজ করছেন বলে তিনি জানান।
এম এস ভি পি কে নিয়মিত পরিদর্শন করতে হবে।করোনাই আক্রান্ত দের ব্যাপারে তিনি মুখ খুলতে চাননি , প্রশাসনের কাছে জানার কথা বলেছেন। এছাড়াও আগের তুলনায় অনেক বেড বাড়ানো হয়েছে এবং যথেষ্ট ভালোভাবেই করোনার চিকিৎসা হচ্ছে বলে তিনি জানালেন।