অবতক খবর , সংবাদদাতা :: হরিহরপাড়া থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের আব্দুলপুর গ্রামে, শনিবার পরিযায়ী শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। জানা যাচ্ছে মহারাষ্ট্র ও কেরল থেকে দিন কয়েক আগে 32 জন পরিযায়ী শ্রমিক আসেন এই গ্রামে ।তাদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। কিন্তু হঠাৎই 27 জন শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টার ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় সকলকে পুনরায় কোয়ারেন্টাইন সেন্টারে ফিরিয়ে আনা হয়।