অবতক খবর, সংবাদদাতা, মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ নওদা বাদশানগর নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় একদিনের দিব্যারাত্রী পিং পং ক্রিকেট খেলার শুভ উদ্বোধনে করলেন জেলা সভাধিপতি মোশারফ হোসেন মধু মহাশয় ।লকডাউন এর কারণে দীর্ঘদিন খেলা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ছিল।
প্রতি বছরের ন্যায় এ বছরও বাদশানগর নজরুল স্মৃতি সংঘ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। আইপিএল খেলা শুরু হয়েছে , যারা ক্রিকেটপ্রেমী মানুষ আছেন তারা ভিড় জমিয়েছেন এই খেলা দেখতে।২৪ টি দল এই খেলায় অংশ গ্রহণ করেছে।এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সঞ্জয় হালদার মহাশয় ,ও পঞ্চায়েত সমিতি সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়।