অবতক খবর , শিলিগুড়ি :    আজ শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এবং ওয়েলফেয়ারের পক্ষ থেকে এক সাংবাদিক সন্মেলেনের আয়োজন করা হয়েছিলো। এই আলোচনার মুখ্য বিষয় ছিলো শিলিগুড়িতে অবিলম্বে একটি ক্রিকেট ষ্টেডিয়ামের দাবী।

প্রেসিডেন্ট মনোজ ভামা জানান তারা অনেকদিন থেকেই একটি ষ্টেডিয়ামের দাবী জানিয়ে আসছেন। তাই তাদের এই সাংবাদিক বৈঠক।