নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    পার্থেনিয়াম গাছ হল ক্ষতিকারক। পার্থেনিয়াম গাছ কাটার উদ্যোগ নিল ‘পরিবেশ যোদ্ধা’ নামে একটি সংগঠন। করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বের মানবজাতির জীবন যেন এলোমেলো হয়ে গিয়েছে। এর বিজ্ঞানসম্মত নাম পার্থেনিয়াম হিস্টেরোফেরাস। প্রকৃত অর্থে পার্থেনিয়াম এক ধরনের বিষাক্ত গাছ যা মানুষ, প্রাণীদের নানা ধরনের ক্ষতি করে থাকে। সেই গাছ রাস্তার দু’পাশে অনেকটাই বিস্তার করেছে।সেখানে সেই গাছ থেকে আক্রান্ত হওয়ার চিন্তায় ভোগেন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে ক্ষতিকর পার্থেনিয়াম গাছ কাটার কর্মসূচি নিল বাঁকুড়ার পরিবেশ যোদ্ধা নামে একটি পরিবেশ সংগঠন ।

রবিবার সকালে বাঁকুড়া জুনবেদিয়া মোড় থেকে পাঁচবাগা পর্যন্ত রাস্তার পাশে থাকা বিষাক্ত পার্থেনিয়াম গাছ কাটার কাজ শুরু করে সংগঠনের সদস্যরা। এবং পার্থেনিয়াম তোলার পাশাপাশি পরিবেশ রক্ষার তাগিদে বেশ কয়েকটি গাছও লাগানো হল এদিন।

পরিবেশ যোদ্ধা’ সংগঠনের সদস্যরা বলেন পরিবেশকে সচেতন করতে এবং পরিবেশ রক্ষার তাগিদে রাস্তার চারিপাশে গজিয়ে ওঠা এই ক্ষতিকর বিষাক্ত পার্থেনিয়াম গাছকে কেটে ফেলতে সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই সাথে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরও সমাজকে সচেতন করতে এগিয়ে আসার এবং আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।