সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ২৭এপ্রিল ::    লকডাউনে ক্ষৌরকারদের ক্ষৌর কর্ম একেবারেই বন্ধ। দীর্ঘ একমাস ধরে তাদের কাজ বন্ধ থাকায় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাই অসহায় ক্ষৌরকর্মীরা আর্থিক সহযোগিতার দাবী নিয়ে আজ শীতলকুচি বিডিও ওয়াঙদি গ্যালপো ভুটিয়ার কাছে স্মারকলিপি জমা দিলেন।

ক্ষৌরকার সমিতির শীতলকুচি ব্লক কমিটির সভাপতি দীপু শর্মা জানান, করোনা ঠেকাতে মানুষে মানুষে এক মিটার দূরত্ব বজায় রেখে ক্ষৌরকর্ম কোনোদিনই সম্ভব নয়। তাই কাজটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ক্ষৌরকর্মীরা নিঃস্ব হয়ে গেছে বলে দীপু শর্মার অভিযোগ। তাদের অভিযোগ কিছু কিছু ক্ষৌরকর্মী লকডাউনে ভেঙে গোপনে ক্ষৌরকর্ম করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বিডিওকে অনুরোধ জানান তারা।

জানা যায়, বিডিও ক্ষৌরকারদের স্মারকলিপির বিষয়গুলি নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।