অবতক খবর,২৬ মার্চ,কিষানগঞ্জ,বিহার: এক গৃহবধূকে খুন করে ভুট্টার জমিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শশুর বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে মাটি খুঁড়ে উদ্ধার মৃতদেহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি বিহারের কিষানগঞ্জ থানার মহম্মদ পুর গ্রামের।

জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মির্জাতপুর গ্রামের বাসিন্দা মহম্মদ ফকিরা এর মেয়ে নুরি খাতুনের সাথে দুই বছর আগে বিয়ে হয় বিহারের কিষানগঞ্জ জেলার পিচলা গ্রাম পঞ্চায়েতের মহম্মদ পুর গ্রামের বাসিন্দা যুবক মহম্মদ এর সঙ্গে। অভিযোগ বিয়ের পর থেকেই মেয়ের উপর নানান ভাবে শারীরিক ভাবে অত্যাচার চালাতো শশুর বাড়ির লোকজন বলে অভিযোগ।

গত চারদিন আগে যানতে পাড়েন তাদের মেয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও মেয়েকে খুঁজে পাননি তার পরিবারের সদস্যরা। বুধবার শশুর বাড়িতে প্রায় তিনশো মিটার দুরে একটি ভুট্টার জমিতে মেয়েকে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মেয়ের পরিবারের লোকজন। খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌছায় কিষানগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় নুরি খাতুনের শাশুড়ি ও ভাসুর কে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে পুলিশ বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।