অবতক খবর,১২ মার্চ: দুদিন আগেই কবি ঈশ্বর গুপ্তের ২১৪ তম জন্ম দিবসে এক অন্যরকম চিত্র উঠে এসেছিল কাঁচরাপাড়া ছয় নম্বর ওয়ার্ড স্থিত শিশুর উদ্যানে। আর এই বিষয়টি নজরে আসতেই পার্ক সংস্কারে উদ্যোগী হলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী।

পার্কটিকে কেন্দ্র করে একটি ভুয়ো তথ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল। পরবর্তীতে ওয়ার্ডের নেতৃত্বরা লিখিতভাবে চেয়ারম্যান কমল অধিকারীকে জানান বিষয়টি এবং তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই শুরু হয়ে গেল পার্ক সংস্কারের কাজ। পৌরসভার পক্ষ থেকে সসম্মানে কবি ঈশ্বর গুপ্তের মূর্তি পুনরায় স্থাপন করা হচ্ছে এবং শিশু উদ্যানটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ওয়ার্ডের মানুষকে উপহার দিচ্ছে পৌরসভা।

পৌর প্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।