অবতক খবর,২৬ ফেব্রুয়ারী,ইসলামপুর: খবরের জেরে প্রশাসনের নির্দেশে শেষমেশ অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করল মালিক পক্ষ। অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিহার মোর এলাকায় নয়নজলি ভরাট করে অবৈধ নির্মান তোলার কাজ করছিল এক ব্যবসায়ী। খবর দেখানোর পর নড়েচড়ে বসে প্রশাসনের কর্তারা। সোমবার প্রশাসনের নির্দেশে সেই অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করল ওই ব্যবসায়ী।
অবৈধ নির্মাণকারী ব্যবসায়ীর দাবি আশেপাশে একেই ভাবে অনেকেই নির্মাণ করেছে। সেইসব নির্মানের কাজ দেখে তিনি ওই ভাবে কাজ করেছেন। তবে তার ভুল হয়েছে। এবং প্রশাসনের নির্দেশে তিনি অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করেছেন বলে জানান
অন্যদিকে অবৈধ নির্মান ভাঙার কাজ শুরু করল মালিক পক্ষ। তবে এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ একটি অবৈধ নির্মানের সাথে সাথে ওই নয়নজলি ভরাট করে আরও বেশ কয়েকটি অবৈধ নির্মান ভেঙ্গে দেওয়া হলে ভালো হতো বলে বলে স্হানীয়দের একাংশের দাবি।