অবতক খবর,১৫ নভেম্বর: পেট্রোল, ডিজেলের দাম লাগামছাড়া।রান্নার গ্যাসের সাহায্যে এক টাকায় চলবে দুই কিলোমিটার।খরচ বাঁচাতে রান্নার গ্যাসের সাহায্যে বাইক চালাচ্ছেন চোপড়া ব্লকের মজিবুল ইসলাম। তাঁর এই নতুন পদ্ধতির কথা জানাজানি হতেই মজিবুলের বাইক দেখতে প্রায় প্রতিদিন ভিড় জমায় সাধারণ মানুষ ।
এনিয়ে এলাকাবাসী অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।পেশায় ক্ষুদ্র চা চাষি মজিবুল ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মিলিকপাড়া গ্রামের বাসিন্দা।তিনি জানিয়েছেন, প্রথমে রান্নার গ্যাসের সাহায্যে সেচের পাম্পসেট চালিয়ে দেখেন। এবার বাইকটিও রান্নার গ্যাসের সাহায্যে চালানো শুরু করেছেন তিনি।
পেট্রোপণ্যের অগ্নিমূল্যের বাজারে এই পদ্ধতিতে বাইক চালানো গেলে খরচ কিছুটা কম পড়বে বলে দাবি তাঁর। রান্নার গ্যাস দিয়ে আগে থেকেই ব্যবহার হয়ে আসছে , তবে আমাদের এলাকায় এই জিনিষটি প্রথমবার দেখা গেল তার উদ্যোগকে দেখে বাহবা দেয় অনেকেই ।