অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার, ২৬সেপ্টেম্বর :     মনীষী পঞ্চানন বর্মার জন্মভূমি খলিসামারীতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন বার্তা জানিয়ে মাথাভাঙ্গায় একটি পদযাত্রার আয়োজন করেন পঞ্চানন বর্মা মেমোরিয়াল এন্ড ডেভেলপমেন্ট ট্রাষ্ট । আজ সেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জমি পরিদর্শনে এসেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখার্জি।

পুন্যভূমি খলিসামারিতে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জমি পরিদর্শনে উপাচার্য মুখার্জির সাথে ছিলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, শীতলকুচি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পুন্যগোবিন্দ সিংহ, পঞ্চানন বর্মা মেমোরিয়াল ট্রাষ্টের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন।

উপাচার্যের আগমনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন বার্তা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে মনিষী পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য দেব কুমার মুখার্জি এবং অন্যান্য নেতৃত্বরা। এরপর পঞ্চানন বর্মার মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা শুরু করে মাথাভাঙ্গা শহর পরিক্রমা করার পর মাথাভাঙ্গা নজরুল সদনে একটি অভিনন্দন বার্তা সভায় সকলে মিলিত হন। আজকের এই মহতি সভায় নজরুল সদনের মঞ্চে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্ম তিথিতে তার প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।