ওয়ার্ডবাসীদের অভিযোগ

অবতক খবর,২৭ মার্চ: কাঁচরাপাড়া ও হালিশহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের কাছে অভিযোগ আসছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দামে বিক্রি শুরু হয়ে গিয়েছে। প্রতিটা ডিম বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ৮/৯ টাকা করে নেওয়া হচ্ছে। দেড়শ টাকা কেজি করে মুসুরির ডাল নেওয়া হচ্ছে।‌চালের দাম যে যেমন পারছে নিয়ে নিচ্ছে। মুরগির মাংস, আলু চড়া দামে বিক্রি হচ্ছে। ‌এই অভিযোগ সংবাদ দপ্তরে আসবে কেন? ওয়ার্ড কাউন্সিলর, জনপ্রতিনিধি, ওয়ার্ড কমিটির সদস্যরা রয়েছেন কেন? তারা এসব বিষয়ে নজরদারি করছেন না কেন? এর থেকে বোঝা যাচ্ছে জনপ্রতিনিধি কথাটি কেবল শব্দবন্ধ মাত্র। জনগণের প্রতিনিধি এরা নন,এরা বিন্দুমাত্র জনসংযোগ রক্ষা করছেন না।

ওয়ার্ড কমিটি রয়েছে, ওয়ার্ড কমিটির সম্পাদক রয়েছেন, সদস্যরা রয়েছেন, রয়েছেন কাউন্সিলর নিজে।

ভোটের কালে দুয়ারে দুয়ারে গিয়ে হাতজোড়, ভোটদাতাদের বিপদকালে উল্টো দৌড়! আশ্চর্য!তারা ওয়ার্ডের দিকে নজরদারি করছেন না। ‌ মানুষকে দুর্বিপাকে ফেলার এই যে অভিযোগ সংবাদকর্মীদের শুনতে হবে কেন?

প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ,দাঙ্গা,মন্বন্তরের সময় মূল্যবৃদ্ধি হয় এতো সকলেই জানে। এটি চিরকালীন সত্য। ‌ কিন্তু এই কালোবাজারি,এই যে মজুতদারি এগুলো নিয়ন্ত্রণ করবে কে? স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা, তারা কি তাদের ভূমিকা পালন করছেন? এ ব্যাপারে প্রশ্ন উঠিয়ে দিয়েছেন নিজের ওয়ার্ডের প্রতিনিধিরাই।