“কেউ খাবে, কেউ খাবে না
তা হবে না – তা হবে না!” স্লোগান তুলে খাদ্যসামগ্রী বিতরণ করল সিপিএম কাঁচরাপাড়া এরিয়া কমিটি

অবতক খবর,১৬ জুন: গত ১৪ জুন কাঁচরাপাড়া সার্কাস ময়দানে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত কাঁচরাপাড়া এরিয়া কমিটি ১৮ নং শাখার উদ্যোগে মোট ১৩৫ টি পরিবারের হাত বিনামূল্যে মাছ ও সবজি বাজার তুলে দেওয়া হল।
যারমধ্যে ছিল:-
১) ৫০০ গ্রাম আলু
২) ৩০০ গ্রাম পেঁয়াজ
৩) ২ পিস কাঁচকলা
৪) ৫০০ গ্রাম পটল
৫) ৩০০ গ্রাম পুঁই শাক
৬) ১ কেজি বাঁধাকপি
৭) ৩০০ গ্রাম টমেটো
৮) ৩০০ গ্রাম ঝিঙে
৯) ১ পিস লেবু
১০)১০০ গ্রাম লঙ্কা
১১) ৫০০ গ্রাম কুমড়ো
১২) ৩০০ গ্রাম ঢেঁরশ
১৩) ৪০০ গ্রাম রুই মাছ।

কাঁচরাপাড়া সিপিএম এরিয়া কমিটি ১৮ নং শাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অঞ্চলের মানুষ।