অবতক খবর,৭ অক্টোবর: খানাকুলে বন্যা পরিদর্শনের এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। জানা গেছে তিনি বেলা বারোটা নাগাদ হরিশচকে ত্রান শিবিরে আসেন এবং বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ডিবিসির ছাড়া জলে প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা। তার জেরে বহু মানুষ ঘর ছাড়া হয়ে আশ্রয় নিয়েছে ত্রান শিবিরে। তেমনি খানাকুলের সাবলসিংহপুর পঞ্চায়েতের অন্তর্গত হরিশচক হাইস্কুলে ত্রান শিবিরে বন্যার দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পর খানাকুলের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন ত্রান শিবিরে যাবেন বলে জানা গেছে।
আজকের এই কর্মসূচিতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর ছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন হুগলী জেলার সভাধিপতি রঞ্জনধারা ও সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্রু সিংহ রায় সহ অন্যান তৃণমূল নেতৃত্ব।