অবতক খবর,সংবাদদাতা,মালদা,১৭ই মে:: খাবারের গুণগত মান যাচাই করতে এবং খাদ্যে বিষক্রিয়া আটকাতে অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের। ফুড সেফটি ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো জেলা প্রশাসনের উদ্যোগে। মঙ্গলবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই ফুড সেফটি ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। জানা গেছে মালদা জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবারের গুণগত মান, তার পাশাপাশি খাদ্যে শরীরের পক্ষে ক্ষতিকারক কোন কেমিক্যাল মেশানো হচ্ছে কিনা তাও যাচাই করা এই ফুড ফেস্টিভ্যানে থাকা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে।