অবতক খবর :: বালুরঘাট :: ৪ মে :: লকডাউনে বন্ধ উৎপাদন, বন্ধ আমদানিও। খাদ্য সংকটের সম্মুখীন আমজনতা। এবার পেটের খিদের জ্বালায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিডিও অফিসে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। রাজ্য ও কেন্দ্র সরকারের ঘোষণাই সার। লক ডাউনের ৪২ দিনের মাথাতেও ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনকারীরা কম্পিউটার ডিজিটাল রশিদ থাকা সত্বেও একবারও কেন্দ্রও রাজ্য সরকারের চাল গম আটা পায়নি। বেশ কিছু দিনমজুর ও সাধারণ গরিব পরিবারের মানুষের অবস্থা শোচনীয়। লক ডাউনের জেরে কাজকর্ম বন্ধ হয়ে গেছে দেড় মাস আগেই। বাড়িতে যা ছিল তা ভাঙ্গিয়ে চাল,ডাল,আটা কিনে সংসার চালানো দায়।
এদিন বেলা ১১টা নাগাদ বালুরঘাট বি ডি ও অফিসের সামনে প্রায় তিনশো রেশন না পাওয়া লোকের বিক্ষোভ দেখা গেল। ভাটপাড়া ৫ নং পঞ্চায়েতের ভাটপাড়া গ্রামের বাসিন্দা জগদীশ বর্মন বলেন, ” আমাদের কাছে পুরনো বড় কার্ড আছে। এক বছর হয়ে গেল ডিজিটাল কার্ডের জন্য রেশন অফিসে আবেদনপত্র জমা দিই। সেই মতো আমাদের কাছে রশিদও আছে। তবুও আমরা এখনও কোন রেশন পাইনা।
তিনি আরও বলেন,” টিভিতে দেখলাম সমস্ত রেশন গ্রাহকদের কেন্দ্র ও রাজ্য সরকার মিলে সাত কেজি চাল গম এবং আটা দিচ্ছে। কিন্তু আমরা বারবার রাজ্য সরকারের কাছে আবেদন করেও রেশন কার্ড পাইনি। তাই আজকে আমরা ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সবাই এসেছি বি ডিও অফিসে। কিন্তু আমাদেরকে এখানে অফিসে ঢুকতে দেওয়া হল না। আমরা কোন রাজনৈতিক দলের হয়ে এখানে আসেনি। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আর এস পি সহ সব রাজনৈতিক দলের লোক আছে । আবার রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন বহু লোকও এখানে আছে। অবিলম্বে আমাদের ডিজিটাল কার্ডের পরিবর্তে টোকোন বা কিছু কাগজ দেয়া হোক যা দেখিয়ে আমরা রেশনের ডিলারের কাছ থেকে রেশন পাবো।”