অবতক খবর,১ মার্চ: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে খাদ্যের সন্ধানে বেরিয়ে নির্মম পরিণতির শিকার হলে হল ভারতীয় ডাক্তারি পড়ুয়াকে। মঙ্গলবার সকালে খারকিভের স্থানীয় সুপারমার্কেটে খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন কর্ণাটকে হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধ (২১)। ঠিক তখন আকাশ জুড়ে দখল নিয়ে ক্রমাগত বোমাবর্ষণ শুরু করে রুশ যুদ্ধবিমান । আর সেই বোমাবর্ষণের অভিঘাতেই ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে প্রাণ খোয়াতে হল ভারতের ছাত্র নবীনকে। খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি।

কর্ণাটকের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রধান মনোজ রঞ্জন জানিয়েছেন, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আমাদের কাছে খবর এসেছে দুর্ভাগ্যজনকভাবে চালাগেরি, হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধের মৃত্যু হয়েছে। নবীন দোকানে কিছু একটা কিনতে গিয়েছিল। পরে ওঁর বন্ধুর ফোনে মৃত্যুসংবাদ আসে। বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইটারে লেখা হয়েছে, খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজ সকালে ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারকে গভীর সমবেদনা জানাই। দুঃখপ্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লিখেছেন, ‘ইউক্রেনে বোমের হানায় কর্ণাটকের ছাত্র নবীনের মৃত্যুতে শোকস্তব্ধ। ওঁর আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। বিদেশমন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি ওঁর মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা করতে।’