জান কবুল লড়াইয়ের ময়দানে কৃষক। তাদের সঙ্গে আছে মেহনতি লড়াকু মানুষের গায়ক পল রোবসন।

খামারের গান
তমাল সাহা

পল রোবসন, নিগ্রো ভাই আমার!
তুমি গেয়েছো খনি মজুরের গান
তুমি গেয়েছো জলজীবী মানুষের গান
যেখানে যত মেহনতী
তুমি করে নিয়েছো, তাদের পাশে স্থান।

পল রোবসন, নিগ্রো ভাই আমার!
উত্তর-পূর্ব গোলার্ধের এই দেশ
মাসের পর মাস শস্যজীবীদের বিদ্রোহ
সীমান্ত জুড়ে কনকনে শীত
রাষ্ট্র তাদের গাইতে দেয় না গান
কি করবে তারা
সুর দিয়ে পাঠাও একটি গান।

পল রোবসন, নিগ্রো ভাই আমার!
লক্ষ লক্ষ আবালবৃদ্ধবনিতা কিষান
রুখে দিয়েছে টিয়ার গ্যাস জলকামান
তাদের প্রত্যয় দৃঢ়তা জাগাও তুমি
পাঠাও একটি উদ্বুদ্ধ গান
আবহে বেজে উঠুক রুদ্র বিষাণ।

পল রোবসন, নিগ্রো ভাই:আমার!
শ্রমিক ও কিষানের হাড়ভাঙ্গা খাটুনি
জোগায় সভ্যতার সম্পদ অফুরান
রাষ্ট্র শুধু অস্ত্রে বলীয়ান
তুমি পাঠাও একটি জনবিদ্রোহের গান। ‌

পল রোবসন, নিগ্রো ভাই আমার!
তামাটে রঙের মানুষের দেশে নেমে এসে
গাও সেই গান, ভরে উঠুক শস্যক্ষেত খামার
পল রোবসন, নিগ্রো ভাই আমার!