অবতক খবর,২৯ জানুয়ারি: খাসবাটি অঞ্চলে প্রগতি অঙ্কন কেন্দ্র অর্থাৎ চিত্রাঙ্কন শিক্ষা কেন্দ্র চালাচ্ছেন শ্রীপতি ধক ও তাঁর পুত্র অর্ক ধক যুক্তভাবে। এই প্রতিষ্ঠানটি ৩৪ বছর ধরে এই অঞ্চলে সাংস্কৃতিক চেতনা বিকাশে এবং প্রসারে কাজ করে চলেছে। বিদ্যাদায়িনী দেবী সরস্বতী স্কুলে স্কুলে পূজিত হলেও তিনি সংস্কৃতির প্রতীক বলে মনে করে এই সংস্থা। তাঁর এক হাতে যেমন শিক্ষার প্রতীক বই রয়েছে, তেমনি অন্য হাতে সুরযন্ত্রকে সাংস্কৃতিক চেতনার বাহক বলে তারা মনে করেন। এই জন্য এই বিশেষ দিনটিকে শুধুমাত্র পুজোর সংকীর্ণ পরিসরে সীমাবদ্ধ না রেখে তাঁরা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন।
এই শিক্ষা কেন্দ্রে ৪০০ শিক্ষার্থী রয়েছে। কিন্তু প্রায় ৩০০ শিল্পীর চিত্রাঙ্কন অর্থাৎ তাদের সৃজন প্রতিভার পরিচয় রেখেছে প্রদর্শনীতে। অর্ক ধক বলেন,আমরা এগোচ্ছি অগ্রগতির দিকে। কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমাদের পূর্ব ঐতিহ্যকে। তারা তাই এবারের প্রদর্শনীর ভাবনার নামকরণ করেছেন ছ ‘হারিয়ে যাওয়া ছেলেবেলা’। মন্ডপের সম্মুখে সেই শৈশবের স্মৃতি বহন করছে ট্রাপিজ যা সার্কাস খেলার প্রতীক। য সার্কাসে যে খেলা দেখানো হত, শিশুদের কাছে সেই খেলা ছিল আকর্ষণীয় ও মনোগ্রাহী,সেটি তারা মন্ডপের তোরণদ্বারের কাছে তুলে ধরেছেন। প্রকৃতির সঙ্গে, বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে আউটডোর স্টাডি, লাইভ স্টাডি, স্টিল লাইফ স্টাডি, ওয়াশিং,অয়েল, অ্যাক্রিলিক
পেইন্টিংইত্যাদির মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে তুলছেন।